তবে, করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আবারও সচল হয়ে উঠবে বলে জানিয়েছেন স্থলবন্দর সংশ্লিষ্টরা।
সোমবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি শুরু হলে এ স্থলবন্দর দিয়ে গত ২৫ মার্চ থেকে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
পঞ্চগড়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পঞ্চগড়-১ আসনের সংসদ সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার কাজী আল তারিকসহ প্রশাসনের কর্মকর্তা ও বন্দর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানীকারক অ্যাসোসিয়েশন স্বাস্থ্যবিধি মেনে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানী চালু করার আবেদন করে।
নাম প্রকাশ না করার শর্তে সভার এক সদস্য জানান, বাংলাবান্ধা স্থলবন্দরের বিপরীতে শিলিগুড়ি শহর করোনার কারণে রেড অ্যালার্ট ও লকডাউন চলছে, আখাউড়া স্থলবন্দর চালুর পর আবারও করোনা সংক্রমণের কারণে বন্ধ ঘোষণা করাসহ বিভিন্ন বিষয়ে ঐক্যমতে পৌঁছানোয় আপাতত স্থলবন্দরে আমদানি-রপ্তানী বন্ধ থাকবে।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, সকলের মতামত এবং দেশের অর্থনীতিসহ সার্বিক দিক বিবেচনা করে বন্দর চালু করা হবে। আগে সেখানকার স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি পর্যবক্ষেণ করা হবে। করোনা ঝুঁকি বিবেচনায় আপাতত বন্দরটি বন্ধ থাকছে। তবে শিগগির আবারও বৈঠকের মাধ্যমে চালুর বিষয়ে আলোচনা করা হবে।