চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নদীতে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার বন্দরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন (৮) বন্দভিটা গ্রামের বাবুল হোসেনের ছেলে ও হোসাইন (৭) একই গ্রামের রানা মিয়া ছেলে।
নিহত স্কুলছাত্র সাব্বিরের চাচা বহুলুল বলেন,সাব্বির ও হোসাইন বেলা ১১টার দিকে একবার শাপলা তুলে নিয়ে এসেছে। দুপুরের পর আবারও তারা শাপলা তুলতে যায়। এরপর বিকাল হয়ে এলেও সাব্বির ও হোসাইনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গ্রামের মধ্যে খোঁজাখুজি করেও না পেয়ে নদীর ধারে দেখতে যায় সাব্বির ও হোসাইনের বাড়ির লোকজন। এ সময় সন্দেহের কারণে নদীর পানিতে খোঁজ করার সময় বিকাল ৪টার দিকে তাদের লাশ পাওয়া যায়।
আরও পড়ুন: নাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুর বারী বলেন, ‘মরা গাংয়ের শ্মশান ঘাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর ডুবে মারা গেছে। বিকালে পরিবারের লোকজন পানির মধ্যে তাদের লাশ খুঁজে পায়। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।’
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ‘বন্দরভিটা গ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে দুই শিশুর মৃত্যুর হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’