চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া-বড়সলুয়া মাঠ থেকে শনিবার বিবস্ত্র অবস্থায় এক কিশোরের (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: যশোরে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, বেলা সাড়ে ১১টায় ছয়ঘরিয়া-বড়সলুয়া মাঠের রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় সদর থানা পুলিশ।
আরও পড়ুন: চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন
ওসি জানান, ওই কিশোরের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত নিহত কিশোরের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে আশপাশের কয়েকটি থানায় খবর দেয়া হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে শিশু সদনের পাশ থেকে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার
তবে হত্যাকাণ্ডে কারণ জানাতে পারেনি পুলিশ।