রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: দেশব্যাপী ব্যাপকভাবে কোভিড টিকাদান শুরু
বরিশাল: সকাল ১০টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ এই কার্যক্রমের উদ্বোধন করেন। হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন ও অধ্যক্ষ ডা. মো. মনিরুজ্জামান শাহিন প্রথমে টিকা গ্রহণ করেন। সিটি করপোরেশন এলাকায় টিকা গ্রহণের জন্য প্রথম দিনে নিবন্ধিত ছিলেন ৪২৪ জন।
চাঁপাইনবাবগঞ্জ: সদর হাসপাতালে সকালে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ প্রথমে টিকা নিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, প্রথম দিন হাসপাতালে সদর উপজেলার ১১৬ জনকে টিকা দেয়া হবে।
আরও পড়ুন: টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৭৪ হাজার মানুষ: স্বাস্থ্য অধিদপ্তর
বাগেরহাট: জেলায় প্রথম দিন এক হাজার ব্যক্তিকে টিকা দেয়া হচ্ছে। সকাল ১০টর পর সদর হাসপাতালে প্রথম টিকা গ্রহণ করেন জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। জেলায় ৩৩টি বুথে টিকা কার্যক্রম চলছে।
ফয়জুল হক জানান, টিকা গ্রহণ করার পর একই রকম অনুভূতি আছে। শারীরিক অবস্থার কোনো ধরনের পরিবর্তন নেই।
সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, প্রতিদিন দুই হাজার মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে।
আরও পড়ুন: করোনা টিকার জন্য নিবন্ধন: ৪ ফেব্রুয়ারি প্লে-স্টোরে আসবে ‘সুরক্ষা অ্যাপ’
নাটোর: বেলা সাড়ে ১১টায় সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ টিকা গ্রহণ করেন। জেলার সাতটি কেন্দ্রে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়। নিবন্ধন করা ছয় হাজার ৭০০ জনকে পর্যায়ক্রমে টিকা দেয়া হবে।
প্রথম পর্যায়ে নাটোর জেলায় ৪৮ হাজার ডোজ টিকা এসেছে।
পঞ্চগড়: সাড়ে ১১টায় সদর হাসপাতাল টিকাদান কেন্দ্রে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনকে টিকা প্রদানের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান টিকা গ্রহণ করেন।
সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জানান, প্রথম দিনে মোট পাঁচটি কেন্দ্রে ৩৭০ জনকে টিকা দেয়া হয়। লোকজনের আগ্রহের ওপর ভিত্তি করে টিকাদান কেন্দ্র বাড়ানো হবে। এ পর্যন্ত জেলায় মোট এক হাজার ৩৩ জন টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
আরও পড়ুন: টিকা নিলে ভয় নেই, বরং না নিলেই ভয়: স্বাস্থ্যমন্ত্রী
ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম ও নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) ইনর্চাজ ডা. অনন্ত কুমার বিশ্বাসের টিকা গ্রহণের মধ্য দিয়ে জেলায় কর্মসূচির শুভ সূচনা হয়।
জেলায় ২০ হাজার ব্যক্তি টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
কেরানীগঞ্জ: সকাল ১০টার দিকে ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা নেন।
আরও পড়ুন: কোভিড প্রতিরোধে টিকা যাচ্ছে বিভিন্ন জেলায়
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মশিউর রহমান জানায়, কেরানীগঞ্জে পাঁচ হাজার ডোজ টিকা এসেছে এবং অনলাইনে দুই হাজার ব্যক্তি নিবন্ধন করেছেন।
চাঁদপুর: উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরে প্রথম টিকা নেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই জেলার জন্য সাত হাজার ২০০ ডোজ টিকার বরাদ্দ এসেছে।