সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর আসামপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত অপর একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের শ্রীপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা হলেন- ১৫ বছর বয়সী সাকরান হাসান ও মো. শাহীন আহমেদ। তারা দুজনই গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা এবং জাফলং আমীর মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আহত মামুন আহমেদ (২০) জৈন্তাপুর নিজপাট ইউনিয়নের বাসিন্দা।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী জাফলং থেকে জৈন্তাপুরে আসার পথে ও অপর আহত যুবক মোটরসাইকেলে জৈন্তাপুর থেকে জাফলং যাওয়ার পথে আসামপাড়ায় একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শাহীন ও সাকরান মারা যান।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, জৈন্তাপুরে শ্রীপুর আসামপাড়া এলাকায় একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকনিক বাসের ২ যাত্রী নিহত