জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোলা জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম খলিলুর রহমান মারা গেছেন।
সূত্র জানায়, গত ৭ জুন খলিলুর রহমান অফিস করেন। ওই দিন রাতে তার জ্বর আসে। পর দিন সকালে কিছুটা সুস্থ হয়ে তিনি বরিশালে নিজের বাসায় চলে যান।
স্বজনরা জানান, রবিবার তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, ভোলার দৌলতখান উপজেলায় পাঁচ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মৃত সুভাষ চন্দ্র মাঝি উত্তর জয়নাগর ইউনিয়নের বাসিন্দা।
দৌলতখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিছুর রহমান জানান, সোমবার সুভাষ চন্দ্রকে দৌলতখান হাসপাতালে আনা হয়। পরে তাকে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ পর্যন্ত জেলায় ১৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৪৩ জন সুস্থ হয়েছেন।