জয়পুরহাটে পৃথক ধান খেত থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পাঁচবিবি উপজেলা ও ক্ষেতলাল উপজেলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে তারা পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছালাখুর এলাকার ধান খেত থেকে অজ্ঞাত যুবক (২৯) এবং ক্ষেতলাল উপজেলার দাশরা এলাকার অন্য একটি ধান খেত থেকে গোলাম মওলা (৩১) নামে অপর এক যুবকের লাশ উদ্ধার করেছে। গোলাম মওলা দাশরা-মছন্দাল গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী। হত্যার পর ধান খেতে তাদের লাশ ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ ও এলাকাবাসী।
আরও পড়ুন: বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে ছালাখুর এলাকার কয়েক জন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে ধান খেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, কে বা কারা তাকে হত্যার পর ধান খেতে ফেলে রেখে গেছে। এখন পর্যন্ত নিহতের কোন পরিচয় পাওয়া যায় নি।
আরও পড়ুন: হাইমচরে যুবকের লাশ উদ্ধার, স্ত্রী আটক
অপর দিকে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নৃরেন্দ্রনাথ মন্ডল জানান, ক্ষেতলাল উপজেলার সুর্যবান-বকশি পাড়া (ঢেলপি) এলাকার ধান খেত থেকে গোলাম মওলার লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সম্ভবত তাকে হত্যা করে দুরবৃত্তরা লাশ ফেলে পালিয়ে গেছে।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, এ ঘটনা দুটির রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: পাবনায় নিখোঁজের তিন দিন পর ব্যক্তির লাশ উদ্ধার
এ দিকে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য দুজনের লাশ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।