জয়পুরহাটে পারিবারিক কলহের জের ধরে আব্দুল আলীম নামে একজনকে হত্যার ঘটনায় দুই ভাইসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সেইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
আরও পড়ুন: জয়পুরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার কড়ই-কাদিরপুর গ্রামের আমিনুর ইসলাম, আব্দুল কুদ্দুস ও আব্দুল হান্নান, আনোয়ার, দুদু এবং ঘুটু আলম।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ মার্চ সদর উপজেলার হিচমী ফকিরপাড়া গ্রামের আব্দুল আলীম (৬২) রাতে পার্শ্ববর্তী কড়ই কাদিরপুর গ্রামের আব্দুল মান্নান মৌলভীর পুকুর পাহারা দিতে যান। পরদিন সকালে পুকুর পাড়ের পাশে ধানখেতের ভেতরে হাত ও পা বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বেগম ২০০৯ সালের ৮মার্চ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক খলিল তদন্ত শেষে ২০০৯ সালের সালের ২২ জুলাই আদালতে ছয়জনের নামে অভিযোগপত্র দেন।
আরও পড়ুন: জয়পুরহাটে একই শাড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
জয়পুরহাটে হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড, বাদীর ৫ বছরের কারাদণ্ড