করোনায় ঝালকাঠি সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় রিপন বেপারীর (৩০) মৃত্যু হয়েছে। তার বাবা অধির রঞ্জন বেপারী (৮০) এবং স্ত্রী ও সদর হাসপাতালের নার্স ইলা সিকদার (২৫) করোনা আক্রান্ত হয়ে সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
অন্যদিকে, করোনা উপসর্গ নিয়ে সদর উপজেলার বাউকাঠি গ্রামের আল আমিনের স্ত্রী রাশিদা বেগম (২১) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।
মৃতের পরিবার জানায়, গত এক সপ্তাহ ধরে জ্বর, কাশি ও বুকের ব্যথায় ভুগছিলেন রশিদা। ১ সেপ্টেম্বর তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।
গত এক সপ্তাহ থেকে জ্বর, হাঁচি, কাশির রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ৭০ ভাগই এ সব রোগে আক্রান্ত। জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা বৃদ্ধি পাওয়ার ফলেই এ অবস্থার সৃষ্টি হয়েছে এবং এ পরিস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন না করলে করোনাভাইরাসের ব্যাপকতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জাফর আলী দেওয়ান জানান, করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের প্রভাব আরও শক্তিশালী এবং বিষয়টি বিবেচনায় রেখে সকল পর্যায়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।