তারা হলেন- বাগেরহাপের মোড়লগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের হানিফ ফারাজি (৪৫) ও মো. আলী হোসেন ফারাজি (২৫), একই জেলার সদর থানার রানদা গ্রামের সালমা (৩২), স্মরনখোলা উপজেলার শ্রী পরিতোষ (৩০), মোড়লগঞ্জ উপজেলার চরহগালাবানিয়া গ্রামের মো. মিজান (৪০), রামেদা উপজেলার রামেদা বাজার গ্রামের মো. ইমরান হোসেন (২০), সরন্গঞ্জ উপজেলার বরবদুরা গ্রামের রেশমা (৩৫) ও ওসমান (০২), মোড়লগঞ্জ উপজেলার আশিইগলা গ্রামের মো. আল আমিন হাওলাদার (৩৫), জেলখানাঘাট উপজেলার ডুবাবাজার গ্রামের মো. খলিল, রুপা (১৫), পাখি (৩৫), ১৬। বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সন্যাসি গ্রামের রাশিদা (৫০), পিরোজপুরের ইন্দরকানি উপজেলার ডেকশাবুনিয়া গ্রামের মুন্নি (২৫), একই জেলার ইন্দরকানিয়া থানার ডেকশাবুনিয়া গ্রামের মো. আব্দুর আকবর রুবেল (৩০), যশোরের অভয়নগর উপজেলার বরণি গ্রামের তরিকুল ইসলাম (৩০), বরগুনার পাথরঘাটা উপজেলার কড়াইতলা গ্রামের নাইম (১৮) ও সাতক্ষীরা জেলার সদর উপজেলার গেওনা গ্রামের মুন্নি (৩০)।
খাশিলপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেহেদি হাসান খান জানান, যাদবপুর বিওপির বিজিবি সদস্যরা ১৮ জনকে আটক করে। এ ব্যাপারে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় মামলা দায়ের ও আটকদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।