ঝিনাইদহে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করে টাকা লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার ছেলের বউকেও ছুরিকাঘাত করে জখম করে তারা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত ফাতেমা আকতার অবেদ আলীর স্ত্রী। আর আহত বীথি খাতুন তার ছেলে মেহেদীর স্ত্রী।
আরও পড়ুন: ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন হাইকোর্টে স্থগিত
বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাতের দিকে সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
আটকরা হলেন, দুর্গারপুর গ্রামের বাদল মণ্ডলের ছেলে সাগর হোসেন ও পশ্চিম ঝিনাইদহের ফেলু সরকারের ছেলে সুশান্ত।
স্থানীয়রা জানায়, খালকুলা গ্রামের অবেদ আলী ও তার ছেলে মেহেদী বিদেশে থাকেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতরা বাড়ির দেয়াল ভেঙে ঘরে ঢুকে অবেদ আলীর স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে। এছাড়া বিথী খাতুনের গলায় ছুরিকাঘাত করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ অবস্থায় বীথি পাশের বাড়িতে গিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। আহত বীথিকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকায় পাঠানো হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দু্ইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর পুরো ঘটনা জানা যাবে।
আরও পড়ুন: কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের নিখোঁজ সংসদ সদস্যের লাশ উদ্ধার, প্রধানমন্ত্রীর শোক