গাজীপুরের টঙ্গীতে বাসায় ডুকে ছুরিকাঘাত ও কুপিয়ে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে পুলিশ বোতল ভবনের ছয় তলা বাসা থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্বজনরা জানান, সোমবার সকালে স্বামী কর্মস্থলে চলে গেলে বাসায় একা ছিলেন স্ত্রী নার্গিস আক্তার(৪০)। দুপুরে নিহত নার্গিসের মেয়ে নেত্রকোণা থেকে একাধিক বার মোবাইল ফোনে কল দিয়ে না পেয়ে, বিষয়টি তার বাবাকে জানান। পরে তিনিও একাধিক বার তার স্ত্রীর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে অফিস থেকে বাসায় গিয়ে তিনি ঘরের মূল ফটক খোলা এবং ঘরের আসবাপত্র এলোমেলো দেখেন। পরে স্ত্রীর খোঁজ নিতে গিয়ে স্ত্রীর লাশ দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের স্বামীর দাবি, কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি হয়েছে ঘর থেকে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. ইলতুৎমিশ জানান, রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি ডাকাতি সম্পর্কিত, নাকি অন্য কিছু তদন্ত করে দেখা হচ্ছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: রামপুরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত অটোরিকশা চালকের মৃত্যু