টেকনাফে তিনটি আলাদা অভিযান চালিয়ে ৪ লাখ ৩৪ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের নাজিরপাড়া বিওপির আওতাধীন গফুর প্রজেক্ট এলাকা থেকে এই ইয়াবা জব্দ করে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, নাজিরপাড়া বিওপির গফুর প্রজেক্ট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সংবাদ পান। আনুমানিক রাত ৩টা ৫০ মিনিটে বিজিবি টহলদল তিন ব্যক্তিকে দু’টি বস্তা কাঁধে নিয়ে নাফ নদী সীমান্তসংলগ্ন কেওড়া বাগান অতিক্রম করে গফুরের প্রজেক্টের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদের ধাওয়া করে।এ সময় কাঁধে থাকা বস্তাগুলো ফেলে দিয়ে দ্রুত দৌড়ে নাফ নদীর পাশ দিয়ে কেওড়া বাগানের ভেতরে পালিয়ে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২ লাখ ইয়াবা জব্দ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি'র টেকনাফে নাজিরপাড়া বিওপি’র আওতাধীন রহমান স্লুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৯৪ হাজার ইয়াবা জব্দ করা হয়। অপরদিকে একই রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপি’র আওতাধীন আশিকানিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয় বলেও জানান তিনি।
আরও পড়ুন: দুর্নীতি রোধের পদক্ষেপ হতে পারে নিষেধাজ্ঞা-সম্পদ জব্দ করা : মার্কিন স্টেট ডিপার্টমেন্ট