উপজেলার পন্ডিতপুকুর এলাকায় রবিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: লালমনিরহাট ও নেত্রকোনায় পৃথক দুর্ঘটনায় নিহত ২
নিহত নূর ইসলাম রকি (২২) নন্দীগ্রাম উপজেলার শশীনগর গ্রামের আব্দুস সালামের ছেলে ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী।
আরও পড়ুন: হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ নিহত ২
সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জানান, রবিবার রাতে মোটরসাইকেল যোগে বগুড়া থেকে নন্দীগ্রাম যাওয়ার পথে পন্ডিত পুকুর বাজার এলাকায় পেছন দিক থেকে রকির মোটরসাইকেলকে একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা রকি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহরের কলোনি এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত
তিনি জানান, রকির সাথে মোটরসাইকেল চালকও আহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি। এ ছাড়া দুর্ঘটনার পরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালককে আটক করা যায়নি।
এদিকে, গত নভেম্বর মাসে দেশের সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কিছুটা বেড়েছে বলে সম্প্রতি জানিয়েছে নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশন নামে এক সংস্থা।
আরও পড়ুন: সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
তাদের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসে ৪১৭ দুর্ঘটনা ঘটে। এতে ৪৩৯ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন। একই সময়ে চারটি নৌ-দুর্ঘটনায় তিনজন নিহত ও আটজন আহত এবং ২৯টি রেলপথ দুর্ঘটনায় ৩২ জন নিহত ও সাতজন আহত হয়েছেন।
আরও পড়ুন: নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনার নিহত ৪৩৯: প্রতিবেদন
ওই প্রতিবেদনে দেশে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ১০ বিষয়ের কথা উল্লেখ করেছে সংস্থাটি। এগুলো হলো- ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, নির্দিষ্ট বেতন ও কর্মঘণ্টা না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণ ও যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহণ খাতে চাঁদাবাজি।