রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, বাস মালিকদের সুবিধার জন্য ট্রেন বন্ধ রেখে তাদের সুবিধা দেওয়া বিকৃত মানসিকতার পরিচয়।
শুক্রবার (১ জুন) দুপুরে পাংশা উপজেলায় কৃষি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: রেলওয়ে কারখানায় উৎপাদন বাড়াতে মানসিকতার পরিবর্তন করতে হবে: রেলপথমন্ত্রী
জিল্লুল হাকিম বলেন, রেলকে ব্যবহার করে কেউ সুবিধা নেবে এটা দিতে আমরা রাজি না। মাঝে মাঝে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে দুয়েকটি ট্রেন বন্ধ রাখা হয়।
তিনি আরও বলেন, বর্তমানে রেলপথ সম্প্রসারণ হচ্ছে, রেলের নতুন নতুন বগি আসছে। আমরা ভারত থেকে ২০০ বগির জন্য চুক্তি সম্পাদন করেছি। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে আরও ২৬০টি বগি আসবে।
আরও পড়ুন: বাংলাদেশের প্রতিটি জেলায় রেলস্টেশন নির্মাণ করা হবে: রেলপথমন্ত্রী