ওই গ্রামের মৃত ফাগু রাম চন্দ্রের ছেলে শান্ত চন্দ্র মন্টুর বাড়ির কালী মন্দিরটিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মন্টুর বাড়ির পূর্ব পাশে কালী মন্দিরটিতে গমের ডাটি দিয়ে আগুন লাগিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পথচারীরা আগুন দেখতে পেয়ে দৌড়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও কালী মূর্তিটি পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নদী খননকালে কষ্টি পাথর উদ্ধার
মন্দিরের জমিদাতা শান্ত চন্দ্র বলেন, ‘গমের ডাটি দিয়ে আগুন লাগিয়ে কালী মূর্তিটিকে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এখন থানায় অভিযোগ দিতে যাচ্ছি।’
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক বলেন, ‘আমি ফোনে ঘটনাটি জেনেছি এবং থানায় অভিযোগ দিতে বলেছি।’
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন: জঙ্গলের ভেতর থেকে ২০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ‘খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশি টহল ও তদন্ত অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: খুলনায় কষ্টি পাথরসহ ২ পাচারকারী আটক