ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পানির পাম্প থেকে ফসলি জমিতে পানি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বলিদ্বারা গ্রামের ক্লিনিকপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন-ওই গ্রামের মনু মিয়ার ছেলে আব্দুল কাদের (৩৫) ও তার স্ত্রী আফরোজা বেগম (৬০)।
আরও পড়ুন:স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু
মৃতদের স্বজনদের বরাতে ৮নং নন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জমিরুল ইসলাম জানান, শুক্রবার বিকালের দিকে আব্দুল কাদের ফসলি জমিতে সেচ দেয়ার জন্য জমির মোটর রুমে যায়। এসময় মোটরে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল কাদের মারা যান। দীর্ঘ সময় ছেলে বাসায় না ফেরায় সন্ধ্যায় তার মা আফরোজা বেগম ছেলেকে খু্ঁজতে সেই জমিতে যায়। এসময় ছেলেকে মোটর রুমে পড়ে থাকতে দেখে তাকে বাঁচানোর জন্য এগিয়ে গিয়ে তাকে ধরামাত্র তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় বাবা ও দাদিকে পড়ে থাকতে দেখে আফরোজার সাথে থাকা কাদেরের ছেলে শিশু নুর বাসায় দৌঁড়ে গিয়ে পরিবারের অন্যদের জানায়।
আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিকের মৃত্যু
স্থানীয়রা মা ও ছেলের লাশ দেখতে থানায় খবর দেয়। পরে পুলিশ মা ও ছেলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে কোন মামলা হয়নি।