জেলার রানীশংকৈল উপজেলার রামপুর গ্রামে সোমবার নিজের মাকে মারধর করার অভিযোগে দায়ের করা মামলায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নাসিম (৩৫) ওই গ্রামের মৃত রফিজউদ্দীনের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় জানান, ১৬ জুন আরোশা বেগম (৫৫) তার নিজের জমি থেকে পটল তুলতে গেলে ছেলে নাসিম বাধা দেয় এবং বাড়ি ফিরে যেতে বলে। কিন্তু আরোশা বাড়িতে না এসে পাশের সমশের মেম্বারের বাড়ির দিকে যেতে থাকে। এতে ছেলে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার মাকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আরোশা বেগম এলাকাবাসীর কাছে সুষ্ঠু বিচার চেয়ে না পেয়ে ২০ জুন বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।
দীপঙ্কর রায় আরও বলেন, ‘মামলার কথা জানতে পেরে নাসিম সোমবার তার মাকে শিবদিঘি কাঁচাবাজারে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করতে থাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং নাসিমকে গ্রেপ্তার করে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’