কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ দুই বন্দির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
সোমবার (১৯ জুন) রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: রাস্তায় লাফিয়ে পড়া সেই নারী পোশাককর্মীর মৃত্যু
মারা যাওয়া আসামিরা হলেন- মৃত লোকমান আলীর ছেলে আতাউর রহমান (৭০) ও আব্দুর রহিমের ছেলে জুয়েল (২৮)।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অসুস্থ হয়ে পড়ায় কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রবিবার রাত ৮টার দিকে ওই দুই বন্দিকে ঢামেক হাসপাতালে আনা হয়।
তিনি আরও জানান, হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. নয়ন কাজী জানান, বিচারাধীন জুয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে মারা যান।
পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, চিকিৎসককে মারধর