দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন থেকে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারালেন নয়ন নামে এক যাত্রী।
শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রী নয়ন বিরামপুর পৌর শহরের নতিন বাজারের বাসিন্দা হাসান আলীর ছেলে। সে একজন ডিম ব্যবসায়ী।
আরও পড়ুন: সিরাজগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত
জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি বিরামপুর স্টেশনে বিরতির পর চলতে শুরু করলে তাতে ওঠার চেষ্টা করেন নয়ন। এ সময় পা পিছলে নিচে পড়ে মাথা থেঁতলে যায় তার।
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পাবর্তীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আযম জানান, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে নয়ন।
আরও পড়ুন: চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন শিশুসহ মা