দিনাজপুরে শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকচালক নিহত হয়েছেন।
এ সময় ইজিবাইকে থাকা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুজন নেপালি শিক্ষার্থী আহত হয়েছেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত
নিহত ইকরামুল (৪০) জেলা শহরের রামনগর মহল্লার নিজাম উদ্দিনের ছেলে।
আহত ট্রাফিং কাছী (২২) বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে অধ্যায়নরত ২১তম ব্যাচের এবং মকবুল হোসেন (২৫) ১৭তম ব্যাচের ছাত্র।
উভয়কে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) গোলাম মাওলা জানান, শহর থেকে ইজিবাইকে চড়ে ক্যাম্পাসে ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের কাছে ফেন্ডস অটো রাইস মিলের সামনে ইজিবাইকটিকে পৃষ্ট করে একটি ট্রাক। এতে দুর্ঘটনাস্থলে ইজিবাইক চালক ইকরামুল নিহত হয়েছে এবং ২ জন নেপালি শিক্ষার্থী আহত হয়েছেন।
তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠনো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।