দিনাজপুরের পুকুরের পানিতে ডুবে সাদিয়া নামে এক শিশু এবং ট্রাকের চাপায় বিপুল মিয়া নামে এক কিশোর নিহত হয়েছে। রবিবার (৩১ মার্চ) বিরল ও বিরামপুরে পৃথক এই দুর্ঘটনা দুইটি ঘটে।
রবিবার বেলা পৌনে ১১টার দিকে বিরল উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের রবিপুর গ্রামের বানিয়াপুকুরে গোসল করার সময় সাদিয়ার মৃত্যু হয়েছে।
সাদিয়া (৯) বিরলের রবিপুর গ্রামের একরামুল হকের মেয়ে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মওলা জানান, সাদিয়া ও তাদের প্রতিবেশী তোফাজ্জল হোসেনের মেয়ে তানিয়া গোসল করার সময় পানিতে তলিয়ে গিয়েছিল। ঘটনাটি নজরে আসায় পরিবারের লোকজনসহ স্থানীয়রা উভয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাদিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তানিয়াকে উন্নত চিকিৎসার জন্য এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে আদিবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
অন্যদিকে, রবিবার দুপুরের দিকে বিরামপুরে কলাবাগান এলাকায় একটি পাম্পে ডিজেল তেল কিনে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল বিপুল মিয়া নামে এক কিশোর। এ সময় ট্রাকের চাপায় নিহত হয়েছে।
বিপুল মিয়া গাইবান্ধার পলাশবাড়ী এলাকার বাসিন্দা এবং বিরামপুরের হঠাৎপাড়া পশু হাসপাতালের পাশে নানা বাবুল মিয়ার বাড়িতে বাস করত।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) তুহিন বাবু জানান, রবিবার ট্রাকটি যশোর থেকে পণ্য নিয়ে দিনাজপুর শহরের পুলহাটের দিকে যাচ্ছিল। বিরামপুরের কলাবাগান এলাকার সড়কে ট্রাকটি বিপুলকে ধাক্কা দিলে সে সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
বিরামপুর থানার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, মালবোঝাই ট্রাক ফেলে চালক পালিয়েছে। দুর্ঘটনার বিষয়ে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।