রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার পদ্মা নদীতে বর্ষার নতুন পানিতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র দুই দিনেও উদ্ধার হয়নি।
মঙ্গলবার সকালে নানা বাড়ির পাশে পদ্মা নদীর দৌলতদিয়া ক্যানালে গোসলে নেমে নিখোঁজ হয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. রবিন মোল্লা (১২)।
রবিন দৌলতদিয়া ফেরি ঘাট সংলগ্ন সিদ্দিক কাজী পাড়ার মৃত রফিক মোল্লার ছেলে।
আরও পড়ুন: গড়াই নদীতে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থী নিখোঁজ
বাবার মৃত্যুর পর সে দৌলতদিয়া ক্যানাল ঘাট সংলগ্ন কিয়ামদ্দিন মোল্লা পাড়া বা নুরু মন্ডল পাড়ার নানা অহেদ আলী মোল্লার বাড়িতে মা ময়না বেগমের সঙ্গে থাকতো।
এছাড়া রবিন নানা বাড়ির কাছে স্থানীয় বড় সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
এদিকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ষ্টেশন কর্মীদের সঙ্গে মানিকগঞ্জ থেকে আসা ডুবুরি দল মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত তল্লাশি চালিয়েও তার সন্ধান পাননি।
সন্ধান চালাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক ডুবুরি সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বুধবার দুপুরে সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার পদ্মা নদীর পাড়ে ফায়ার সার্ভিস ষ্টেশনের দুইজন কর্মী উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জমাদি নিয়ে অপেক্ষা করছেন।
নদীর দুই পাশে স্থানীয় কয়েক’শ নারী-পুরুষ ভিড় করে আছেন। তারা নিখোঁজ স্কুলছাত্র রবিনকে উদ্ধারের অপেক্ষা করছেন।
ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মী মো. রতন বলেন, নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান চালাতে গিয়ে এক ডুবুরি সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, বুধবার দুপুর দেড়টার দিকে রবিনের সন্ধান করতে ডুবুরি সদস্য তানভির আহম্মেদ নদীর তলদেশে যান। যার কারণে তার মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে যায়। এসময় আমরা সঙ্কেত পেয়েই তাকে দ্রুত টেনে উদ্ধার করা হয়।
গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিখোঁজ রবিনের ব্যাপারে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, তোড়ে ভেসে আসা বালু-মাটির নিচে চাপা পড়ে যেতে পারে।
তারপরও আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন: পদ্মাসেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে অটোরিকশা চালক নিখোঁজ