ধামরাই সদর ইউনিয়নে এলাকায় আশ্রয়ণ প্রকল্পের গর্তের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে সদর ইউনিয়নের উত্তর পশ্চিম শরীফবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রাজু আহম্মেদ (১০) ধামরাই পৌরসভার কান্দিকুল এলাকার মো. তোতা মিয়ার ছেলে এবং রাজু শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন। নিহত অপর শিশু মো. রিয়াজুল ইসলাম (৮) ধামরাই সদর ইউনিয়নের উত্তর পশ্চিম শরীফবাগ এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে এবং শরীফবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বাচ্চারা খেলছিলো। পাশেই আশ্রয়ণ প্রকল্পের জন্য ভেকু দিয়ে মাটি কেটে চতুর্দিকে আইল তৈরি করে নদী থেকে বালু উত্তোলন করে ভরাট করছিল। কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেখানে অনেক পানি জমে ছিল। সেখানে খেলা করার সময় শিশু দুটি পানিতে পড়ে যায়। সন্ধ্যা হয়ে গেলেও বাচ্চারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদেরকে খুঁজতে থাকেন। না পেয়ে আশ্রয়ণ প্রকল্পের ওখানে কাছে জানতে পারেন তারা বিকালে পাশেই খেলা করছিল। তখন পাশের লোকজন সেই গর্তের পানিতে নেমে শিশুদের খুঁজতে থাকেন। সেখান থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। এরপর শিশু দুটিকে ধামরাই সরকারি হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মশিউর রহমান বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের জায়গায় ভরাট করার জন্য ভেকু দিয়ে মাটি কেটে আইল তৈরি করে বালু ফেলে ভরাটের কাজ চলছে। সেখানে বাচ্চারা খেলা করতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অতিকুর রহমান বলেন, ‘খবর শুনে ঘটস্থল পরিদর্শন করে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: বাগেরহাটে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু