নওগাঁর ধামইরহাটে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় একই মোটরসাইকলের চার আরোহীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং বাকি দুজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) হাসপাতালে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ধামইরহাট উপজেলার নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৮), একই গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০), জাহানপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে মিনহাজুল ইসলাম (২৮) ও একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সজল হোসেন (৩৫)।
পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চালক-হেলপারসহ নিহত ৩
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতরা সবাই সবজি ব্যবসায়ী। রবিবার ধামইরহাট উপজেলা সদর বাজারে হাটবার ছিল। হাটে মালামাল বেচাকেনা শেষে একই এলাকায় বাড়ি হওয়ায় একটি মোটরসাইকেলে করে চার জন বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে ধামইরহাট বাজার থেকে জয়পুরহাট-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের হরতকীডাঙ্গা বাজার এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে দুজন ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয়রা ধামাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় রাত ১০ টার দিকে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ধামইরহাট উপজেলার শল্পি বাজার এলাকায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, ট্রাকের চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।