নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আওয়ামীলীগের বিদ্রোহী) ও সমর্থকদের উপর হামলা চালিয়ে মারধোর ও মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে।
এসময় স্বতন্ত্র প্রার্থীর কমপক্ষে ২০ জন সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ থেকে ১০ জনকে নওগাঁ ও আদমদীঘি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ সময় হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থীর ব্যক্তিগত অফিসের সামনে থাকা ১৪ টি মোটরসাইকেলও ভাঙচুর করেছে বলেও অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী মো. রুহুল আমিন।
মঙ্গলবার (০২ নভেম্বর) সন্ধ্যায় রাণীণগর উপজেলার একডালা ইউপির আবাদপুকুর বাজারের চারমাথায় এ হামলা, মারধোর ও ভাঙচুরের ঘটনাটি ঘটে। রাতে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একডালা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আওয়ামীলীগের বিদ্রোহী) মো. রুহুল আমিন বলেন, আমি ও আমার সমর্থকদের নিয়ে এলাকায় প্রচারণা শেষ করে ব্যক্তিগত আফিসে আসার সাথে সাথে নৌকা প্রার্থী ও সমর্থকরা আমাকেসহ আমার লোকজনের উপর অতর্কিত হামলা চালিয়ে রড, লাঠি, জিআই পাইপ দিয়ে মারধোর শুরু করেন। এ সময় আমার অফিসের সামনে থাকা ১৪ টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা এবং তাদের মারধোরে আমার ২০ জন লোক আহত হয়েছেন। আমি এ ঘটনায় থানায় এজাহার দায়ের করেছি।
এ ঘটনার সুষ্ট বিচারের দাবি জানিয়েছেন রুহুল আমিন।