নরসিংদী শহরে অভিযান চালিয়ে ডাকাতি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় চার জনকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার ভোরে শহরের আরশিনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নরসিংদীর পলাশ উপজেলার মোতালিব মিয়ার ছেলে ইয়াকুব (৩৫), চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উত্তর হাসা এলাকার হেদু মিয়ার ছেলে শাহজাহান (৩২), ময়মনসিংহের হালুয়াঘাট থানার রুহিপাগারিয়া এলাকার শাহিন মিয়ার ছেলে সোহাগ (২৫) ও ভোলার লালমোহন থানার দক্ষিণ আড়ালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে আরিফ (২২)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, রাত্রীকালীন টহল ডিউটির সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এসময় পিকআপ ভ্যানটি তল্লাশি করে ডাকাতির সরঞ্জাম তালা কাটার মেশিন, চাপাতি ও লোহার রডসহ চার জনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইয়াকুব নামে একজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যাসহ ৯টি মামলা রয়েছে।