নরসিংদীর রায়পুরায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ যাত্রী।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার ভিটিমরজালের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২
নিহতরা হলো- রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম, তার নাতি আরিয়ান ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া।
স্থানীয়রা জানান, রায়পুরার মরজাল থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি ভিটি মরজাল যাচ্ছিল। সিএনজিটি ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে সিএনজিটি ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে এক শিশুসহ সিএনজিতে থাকা ৩ যাত্রী মারা যান। আহত হন আরও ৩ জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব হাইওয়ে মডেল থানার উপপরিদর্শক (এসআই) তপর উদ্দিন জানান, ঘটনাস্থলে ৩ জন মারা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ট্রাক-সিএনজি সংঘর্ষে আওয়ামী লীগ নেতার মৃত্যু
হিলিতে মোটরসাইকেল ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রী নিহত