রবিবার ভোরে উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুটিয়া ইউনিয়নের কুমরাদী গ্রামের বাদল মিয়ার দ্বিতীয় স্ত্রী নাজমা বেগম(৪০), বাড়িওয়ালা তাইজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৬০)। এ ঘটনায় আরও আহত হয়েছেন বাদলের ছেলে সোহাগ (১৫) ও বাড়িওয়ালা তাইজুল ইসলামের মেয়ে কুলসুম (২৬)।
ঘটনার জড়িত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা বাদল মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী।
জানা যায়, বাদল মিয়া কুমরাদী এলাকায় কাঠমিস্ত্রীর কাজ করতো। তিনি দ্বিতীয় স্ত্রী নাজমা ও তার আগের সংসারের চার সন্তানকে নিয়ে কুমরাদী গ্রামে তাইজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত সোহাগ ও কুলসুমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোরে বাদল ও তার স্ত্রী নাজমা বেগমের মধ্যে পারিবারিক কলহের জেরে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে নাজমাকে কুপিয়ে জখম করেন বাদল। এ সময় তার ছেলে সোহাগ বাড়িওয়ালা তাইজুল ও তার স্ত্রী মনোয়ারা বেগমের সাহায্য চান।
বাড়িওয়ালার মেয়ে কুলসুমসহ তারা ঘটনাস্থলে গিয়ে কী হয়েছে জানতে চাইলে বাদল মিয়া নাজমা বেগম, সোহাগ, তাইজুল, মনোয়ারা ও কুলসুমকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছোটে আসে।
ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমা বেগম ও মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তাইজুল ইসলাম, সোহাগ ও কুলসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ঢাকায় নিয়ে আসার পথে তাইজুল ইসলাম মারা যান।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলাম বলেন, ‘দুজন নারীকে আমাদের হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের পেটে, মুখে, গালে ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে বলা যায়।’
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ‘স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি থেকেই ঘটনার সূত্রপাত। বাদল একাই পাঁচজনকে কুপিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।’