নাটোর, ৩০ সেপ্টেম্বর (ইউএনবি)- লালপুরে আকষ্মিক পদ্মা নদীর পানি বৃদ্ধিতে নিচু এলাকায় থাকা ঘর-বাড়িতে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে তিনটি ইউনিয়নের ১৮টি চরের সমস্ত শীতকালীন ফসল।
নর্থ বেঙ্গল সুগার মিলে কর্তৃপক্ষ জানিয়েছে, চরে থাকা তাদের ৪২ একর জমির আখ নদীর পানিতে তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতি জানান, লালপুর উপজেলার ঈশ্বরদী, বিলমাড়িয়া ও সদর ইউনিয়নের ১৮টি চরের সমস্ত শীতকালীন আগাম সবজি খেতে পুরোপুরি তলিয়ে গেছে।
পাশাপাশি, বাড়ি-ঘরেও পানি ঢুকতে শুরু করেছে জানিয়ে সরকারের এ কর্মকর্তা বলেন, দুর্যোগ মোকাবেলায় তাদের সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
নাটোর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আল আসাদ জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ৩-৪ দিনের মধ্যে বিপদ সীমা ছাড়িয়ে যেতে পারে।