বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে নাটোর সদর উপজেলায় আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলায় তা পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিএনপির অবস্থান কর্মসূচি: ঢাকার রাজপথে জড়ো হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা
এতে প্রতিপক্ষের হামলায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল ব্যাপারী গুরুতর আহত হয়েছেন। হামলায় আহত আবুল বেপারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টার পর বিএনপির নেতাকর্মীরা শহরের আলাইপুর দলীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করে।
আবুল বেপারী অভিযোগ করেন, নেসকো অফিসের কাছে আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপি কর্মীদের ওপর হামলা চালানো হয়।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন তাকে ছুরিকাঘাত করে এবং তার মোটরসাইকেল ভাংচুর করে।
পরে সেখানে অবস্থানরত পুলিশ সদস্যরা দফায় দফায় চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু হামলার নিন্দা জানিয়ে একে আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ বলে অভিহিত করেছেন।
এদিকে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রধান শিক্ষককে আওয়ামী লীগ নেতার চড়-থাপ্পড়!
দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ: কাদের