নাটোরে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার অভিযোগে আব্দুস সাত্তার নামে এক কাপড় ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শহরের উত্তর চৌকিরপাড় এলাকায় এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী তার ফাঁসির দাবি জানায় এবং পুলিশের হাতে থাকা অবস্থাতেই আব্দুস সাত্তারকে মারধর করে।
আরও পড়ুন: জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়, জলদস্যু প্রধানসহ আটক ১৫
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, পারিবারিক কারণে পুরাতন কাপড় ব্যবসায়ী আব্দুস সাত্তার গত মধ্যরাতে স্ত্রী মাছুরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখে। এ অবস্থাতেই রবিবার দুপুরে শিশু কন্যা মাহমুদাকেও হত্যা করে ঝুলিয়ে রাখে। বিষয়টি প্রতিবেশীরা টের পেয়ে বাড়িটি ঘিরে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকেই আব্দুস সাত্তারকে আটক করে। এ সময় সে তার স্ত্রী কন্যাকে হত্যার কথা শিকার করে। তার বড় ছেলে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও ওসি জানায়।
আরও পড়ুন: বিয়ানীবাজারে জেলে নিহতের ঘটনায় ৮ ড্রেজার শ্রমিক আটক