নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় একটি কাভার্ডভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— নাটোরের নলডাঙ্গার সোহাগ হোসেন (৩০) ও টাঙ্গাইলের নাগরপুরের বিপ্লব হোসেন (৩২)।
পুলিশ জানায়, ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ঢাকা থেকে নাটোরগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক সোহাগ হোসেন (৩০) ও তাকওয়া ফুড কোম্পানির এসআর বিপ্লব হোসেন (৩২) ঘটনাস্থলেই নিহত হন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।