নাটোরে একটি হত্যা মামলার রায়ে বেলাল হোসেন ও তার স্ত্রী জোসনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, দণ্ডপ্রাপ্ত উভয়কে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। এ সময় জোসনা খাতুন উপস্থিত থাকলেও পলাতক রয়েছেন বেলাল।
বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অনিসুর রহমান জানান, ২০১০ সালের ১১ জানুয়ারি নাটোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার একটি আম বাগান থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে জোসনার ব্যক্তিগত কিছু কাগজপত্র লাশের কাছে পাওয়ায় তাকে আটক করে পুলিশ।
তিনি আরও জানান, এখন পর্যন্ত পলাতক রয়েছেন জোসনার স্বামী বেলাল। তদন্ত কর্মকর্তার প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক পলাতক বেলাল ও তার স্ত্রী জোসনাকে ওই দণ্ডাদেশ দেন।