নাটোরের বাগাতিপাড়া উপজেলায় তিন নৈশ প্রহরীকে বেঁধে নদীতে ফেলে ১১ দোকানে ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- আব্দুর রহমান, শাহজাহান, সেলিম, নাসের ও শাহীন আলম।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ২১ জানুয়ারি মধ্যরাতে ট্রাক নিয়ে ডাকাত দল বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারের তিন নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে বেঁধে পাশের বড়াল নদীতে ফেলে দেয় এবং ১১ দোকানের মালামাল লুটে নেয়। এরপর থেকে পুলিশের চারটি টিম অভিযান ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
নাটোর ও রাজশাহী কারা কর্তৃপক্ষের সহায়তা ও গোয়েন্দা তৎপরতার পর নওগাঁ ও রাজশাহী থেকে আব্দুর রহমান, শাহজাহান, সেলিম, নাসের ও শাহীন আলম নামে ৫ ডাকাতকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: হাতিয়ায় অস্ত্র-গুলিসহ ২ ডাকাত গ্রেপ্তার
এ সময় নওগাঁ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। অন্য ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ১৩ জুয়াড়ি আটক