নাটোরে করোনা সংক্রমণ কিছুটা কমলেও এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে।
বর্তমানে এই জেলায় করোনা সংক্রমণের হার ৪৮ শতাংশেরও বেশি। এই অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকা বিশেষ নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন: করোনা: ঠাকুরগাঁও সীমান্ত সিল, সংক্রমণ বেড়েছে
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সবশেষ গত ২৪ ঘণ্টায় ২৯ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৪ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। অর্থাৎ আক্রান্তের হার ৪৮ শতাংশের বেশি।
তাই বৃহস্পতিবার সকাল থেকেই মাঠে নেমেছে পুলিশ।
আরও পড়ুন: দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত: আইইডিসিআর
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, শহরের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে অবাধ চলাচল বন্ধ করে দেয়া হচ্ছে। এছাড়া উচ্চ সংক্রমিত এলাকাগুলোকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।