সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মিরাজ সোমবার রাতে উপজেলার সুজলপুর গ্রামের সরদারপাড়ার বাড়ি থেকে মিজান নামে একজনকে গ্রেপ্তার করেন। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশের দাবি, পরোয়ানা থাকায় মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু স্বজনরা বলছেন, নিজের ও বাবার নামে মিল থাকায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। আর প্রকৃত আসামি মিজানের বাড়ি সুজলপুরের হঠাৎপাড়ায়। তার বাবার নাম নুরুল ইসলাম হাওলাদার। তার নামে মামলা আছে।
এ প্রসঙ্গে এএসআই আল মিরাজ বলেন, ‘এলাকায় গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে যাচাই-বাছাই করে মামলার প্রকৃত আসামি মিজানকে শনাক্ত করা হবে। গ্রেপ্তার মিজান নির্দোষ হলে তাকে ছেড়ে দেয়ার জন্য আদালতে প্রতিবেদন দেয়া হবে।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ভুল করে নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কি না যাচাই করা শেষে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।