বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শুক্রবার ভোর থেকেই সাতক্ষীরা জেলার সর্বত্র গুড়ি-গুড়ি ও মাঝারী ধরনের বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে হালকা দমকা হাওয়া বয়ে যাচ্ছে। বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সাতক্ষীরা উপকূলীয় এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কপোতাক্ষ, বেতনা, খোলপেটুয়াসহ সব নদীর পানি এক থেকে দেড় ফুট বৃদ্ধি পয়েছে। ফলে উপকূলীয় বেঁড়িবাধের একাধিক স্থান চরম ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় এসব বেঁরিবাধ ধসে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সুন্দরবনের জেলে-বাওয়ালীদেরকে নিরাপদ আশ্রয়ে চলে আসার জন্য বলা হয়েছে। তবে ইতোমধ্যে বৃষ্টিপাতের কারণে জেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে।