নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরার অপরাধে মঙ্গলবার ১৫ জেলেকে আটক করা হয়েছে। এই সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫ কেজি মাছ জব্দ করা হয়। পরে আটক জেলেদের মধ্যে থেকে ১২ জনকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ভোর থেকে ভোলা সদরের মেঘনা নদীর তুলাতলী ও ইলিশা এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ ও পুলিশের একটি টিম।
আরও পড়ুন: চাঁদপুরে মেঘনা নদীতে জাটকা ধরায় ২৫ জেলে আটক
এব্যাপারে ভোলা সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ১৫ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ ১২ জেলেকে নগদ পাঁচ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তিন জেলে শিশু অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। এছাড়া জব্দ করা জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয় ও মাছ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: মা ইলিশ ধরার অপরাধে চাঁদপুরে ১৬ জেলে আটক
উল্লেখ্য, ইলিশসহ সকল প্রকার মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভয়াশ্রমে মার্চ ও এপ্রিল এই দুই মাস সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।