গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হরিপুর তৈলিগাঁও গ্রামের রাখাল চন্দ্র দাসের ছেলে ঝোটন চন্দ্র দাস (২৭), টেংগা গ্রামের মো. হাকিমের ছেলে মো. সাদ্দাম মিয়া (২৩), মো. সবুরের ছেলে মো. মামুন (২৫) এবং কেন্দুয়া উপজেলার আইতর মিস্ত্রীপাড়ার মৃত নিখিল চন্দ্র সূত্রের ছেলে পল্লাদ চন্দ্র সূত্র।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান রবিবার এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার কিশোরগঞ্জের সদর উপজেলার পূর্ববীরদামপাড়া গ্রামের মো. আক্কাস মিয়ার ছেলে মো. মামুন মিয়া র্যাবের ক্যাম্পে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ করে। পরে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে গ্রেপ্তারকৃতদের অবস্থান নিশ্চিত করে শনিবার রাতে অভিযান চালায়ে নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলীগাতী বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় যাত্রীবেসে অটোরিকশায় উঠে নির্জন স্থানে নিয়ে চালককে ভয়ভীতি, মারধরসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে অটোরিকশা ছিনতাই করতো।
আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।