পূর্বধলা উপজেলায় নিজের মাছের খামারে বিদ্যুতের লিকেজ তারে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নারান্দিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জেলের মৃত্যু
নিহত রিপন মিয়া (২২) ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, রিপন দুপুর থেকে বাড়ির কাছে নিজের মাছের খামারে নিরাপত্তার জন্য বাঁশের খুঁটি বসিয়ে তাতে বৈদ্যুতিক বাতির ব্যবস্থার কাজ করছিলেন। এ কাজের কোনো এক সময় তিনি লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হন।
আরও পড়ুন: কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট টেকনিশিয়ানের মৃত্যু
সন্ধ্যার দিকে বাবা বাবুল মিয়া খামারে গিয়ে রিপনকে পুকুরে বিদ্যুতের তারসহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুুন: ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্র নিহত