নোয়াখালীতে মাদ্রাসায় যাওয়ার পথে ট্রাকচাপায় আরাফাত ও আসমা নামে দুই শিশু নিহত হয়েছে। এ সময় অপর একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মাইজদী নতুন হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বৈকুণ্ঠপুর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে আসমা আক্তার (৬) এবং চরমটুয়ার ফরিদাবাদ গ্রামের আরাফাত হোসেন (৬)।
এছাড়া গুরুতর আহত অবস্থায় চরমটুয়ার ফরিদাবাদ গ্রামের বাসিন্দা আবুল কালামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: পাবনায় ট্রলির ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে আবুল কালাম শ্বশুর বাড়ি থেকে বাইসাইকেলে করে ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে নিয়ে বৈকুণ্ঠপুর দারুসসালাম ইসলামিয়া আলিয়া মাদরাসায় নামিয়ে দিতে যাচ্ছিলেন। পথে নতুনহাট বাজারগামী একটি ট্রাক সাইকেলটিকে চাপা দিলে তিন আরোহী গুরুতর আহত হয়। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদুটিকে মৃত ঘোষণা করেন।
মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন বলেন, ‘পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’