পদ্মায় প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় শনিবার সকাল থেকে পাটুরিয়ায় ঘাটে শত শত পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য আটকে আছে। একই সাথে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনেরও দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।
এদিকে, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই পথের গাড়িগুলো পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলে আসায় দুর্ভোগ আরও বেড়েছে। এতে করে প্রতিটি যাত্রীবাহী বাস পার হতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লেগে যাচ্ছে।
আরও পড়ুন:দৌলতদিয়ায় ৩ ফেরি ঘাট স্থানান্তর, তীব্র যানজট
অপরদিকে, ঘাট কর্তৃপক্ষ জরুরি পণ্য ও যাত্রীবাহী গাড়িকে অগ্রাধিকারভিত্তিতে পার করার ফলে পাটুরিয়া ঘাটে আটকে পড়েছে অন্তত আটশ এর অধিক সাধারণ পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন আটকে পড়া ট্রাকের চালক ও সহযোগীরা।
শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, পাটুরিয়া ঘাটের দু‘টি ট্রাক টার্মিনালে চার শতাধিক এবং ফেরিতে উঠতে লাইনে অপেক্ষমান আরও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ঘাট থেকে ছয় কিলোমিটার দূরে মহাসড়কে আটকে রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান জানান, নদীর তীব্র স্রোতে ফেরি পারাপারের সময় বেশি লাগছে। এ কারণে ট্রিপ সংখ্যা কমে গেছে।
আরও পড়ুন: শিমুলিয়া ঘাটে গণপরিবহন ও নৌযানে স্বাস্থ্যবিধি উপেক্ষিত
এ ছাড়া, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ বন্ধ থাকায় ওই পথের গাড়িগুলো এই পথে আসার কারণে পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ বেড়েই চলেছে। বর্তমানে ১৮টি ফেরির মধ্যে ১৭টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।