বাগেরহাটের মোল্লাহাটে এক প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে মারধর ও নির্যাতনের ঘটনায় হওয়া মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কাওসার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার সিংগাতি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদি হয়ে মোল্লাহাট থানায় একটি মামলা করেন। মামলার অপর আসামিদের ধরতে অভিযান চলছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার কাওসার চৌধুরী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, নির্যাতনের শিকার ওই নারী বাদি হয়ে ইউপি সদস্য কাওসার চৌধুরীসহ ৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। ওই মামলার অজ্ঞাত পরিচয়ের আরও চার থেকে পাঁচজনক আসামি করা হয়েছে। গ্রেপ্তারের পর কাওসার চৌধুরীকে থানায় রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পুলিশি তদন্তে অন্য কারো অপরাধ পেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: জুতার মালা পরিয়ে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ভিডিও ভাইরাল!
জানা গেছে, গ্রেপ্তার হওয়ার আগে শুক্রবার দুপুরে ইউপি সদস্য কাওসার চৌধুরী বিষয়টি মিমাংসা করার জন্য এলাকায় এক বৈঠকের আয়োজন করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কাওসার চৌধুরী ওই গৃহবধূর হাত ধরে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। বৈঠকে ক্ষমা চাওয়ার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, মোল্লাহাট উপজেলায় অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ওই প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে নির্যাতন করা হয়। এরপর ওই নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। নির্যাতনের সময় তারা গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল এবং ৯৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ করেন ওই গৃহবধূ ।
এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে প্রশাসনের টনক নড়ে। উপজেলা এবং থানা পুলিশ তৎপর হয়। মামলার প্রধান আসামি ইউপি সদস্য কাওসার চৌধুরীকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়।
আরও পড়ুন: বাগেরহাটে দম্পতির আত্নহত্যা!
আপত্তিকর ভিডিও করে ব্ল্যাকমেইল, প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা