প্রবাসীর স্ত্রী
কক্সবাজারে এএসআই'র বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ
কক্সবাজার টেকনাফে ঘুষের টাকা না পেয়ে অনৈতিক প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ দায়ের করেছেন এক প্রবাসীর স্ত্রী। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মুবিনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
বুধবার (৬ নভেম্বর) রাতে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগটি দায়ের করা হয়।
ভুক্তভোগী নারী টেকনাফ শামলাপুল শীলখালী এলাকার প্রবাসী রহমত উল্লাহর স্ত্রী শারমিন।
অভিযোগ বলা হয়, ১৬ অক্টোবর ওই প্রবাসীর বাড়িতে স্বত্ব দখলের জমির ঘেরা-বেড়া ও ঘর-বাড়ি ভাংচুর করে একদল দুর্বৃত্ত। আতঙ্কিত প্রবাসীর পরিবার পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহায়তা চান। তখন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তদন্তের নামে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুল মুবিন ভুক্তভোগী নারীর কাছ থেকে ১২ হাজার টাকা নেন। পরে ১৮ অক্টোবর সহকারী এএসআই’র ব্যক্তিগত নাম্বার থেকে ফোন করে সুষ্ঠু বিচার দেওয়ার নামে কক্সবাজারের আবাসিক হোটেলে যাওয়ার জন্য কু-প্রস্তাব দেন।
ভুক্তভোগী ওই নারী বলেন, ‘বিচার পাইয়ে দেওয়ার নামে আমার কাছ থেকে দুই দফা টাকা নেন মুবিন স্যার। এরপর আমাকে অনেকদিন ঘুরান। পরে তিনি আমাকে আবাসিক হোটেলে যাওয়ার কথা বলেন। যা আমার কাছে ডকুমেন্টস আছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী এএসআই আব্দুল মুবিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার কথাই হয়নি। সম্পূর্ণ ভুয়া।’
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘ওই নারীর লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাকিল আহমেদ বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এ সময় তিনি সঠিক বিচারের আশ্বাস দেন পুলিশের এই কর্মকর্তা।’
২ সপ্তাহ আগে
নাটোরে নিজ ঘর থেকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
নাটোরের লালপুরে নিজ ঘর থেকে শিউলি বেগম (২৩) নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ জুন) নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
শিউলি উপজেলার কামারহাটি গ্রামের দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী।
আরও পড়ুন: দিনাজপুরে নদীর তীর থেকে যুবকের লাশ উদ্ধার
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, সোহানুর রহমানের স্ত্রী শিউলি বেগম স্বজনদের সঙ্গে স্বামীর বাড়িতে থাকতেন।
গত পাঁচ দিন ধরে শ্বশুর বাড়ির লোকেরা বেড়াতে যাওয়ায় মামা পরিচয়ে অজ্ঞাত ব্যক্তি শিউলির বাসায় থাকতে শুরু করেন।
তিনি বলেন, সকালে প্রতিবেশীরা বাড়ির দরজা খোলা দেখে ভেতরে গিয়ে নিজ ঘরের খাটে শিউলির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে কথিত মামাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ওসি বলেন, পুলিশের ধারণা শিউলি বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পাহারাদারের হাত-পা পোড়া লাশ উদ্ধার
রাতারগুলে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
৪ মাস আগে
চুয়াডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা!
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার কামালপুরে গ্রামে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে খবর পাওয়া গেছে।
নিহত সোনিয়া খাতুন (২৫) একই এলাকার সৌদি আরব প্রবাসী নাজমুল হকের স্ত্রী।
এদিকে শাকিল হোসেন (৪৫) নামে এক স্কুলশিক্ষকের উত্ত্যক্তের শিকার হয়ে সোনিয়া খাতুন আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন তার বাবা সকির উদ্দীন। তিনি এই ঘটনায় অভিযুক্ত শাকিল হোসেনসহ চার জনের নামে উল্লেখ করে থানায় মামলা করেছেন।
আরও পড়ুন: মোটরসাইকেল কিনে না দেয়ায় রাজশাহীতে ছাত্রের আত্মহত্যা!
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্বামী বিদেশে থাকার কারণে একই গ্রামের শাকিলের সঙ্গে সোনিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যেটা তার শ্বশুরবাড়ির লোকজন ভালো চোখে দেখেনি। তারা রাতদিন তাকে ভর্ৎসনা করত।
তিনি বলেন, অন্যদিকে তার স্বামীও তাকে নানাভাবে দোষারোপ করতো। শাকিলও বিবাহিত। নানা কারণে কোনো উপায় না দেখে মেয়েটি আত্মহত্যা করেছে বলে মনে হয়েছে। আমরা তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবো।
আরও পড়ুন: মোহাম্মদপুরে আত্মহত্যা চেষ্টাকারী কিশোরীকে উদ্ধার করল পুলিশ
২ বছর আগে
সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রী হত্যা: তিন আসামি ৮ দিনের রিমান্ডে
সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) সংঘবদ্ধ ধর্ষণ এবং ছয় টুকরো করে লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার দুপুরে জগন্নাথপুরের অভি মেডিকেল হল ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপ, মুদি দোকানদার অনজিৎ গোপ ও অরূপ ফার্মেসির মালিক অসিত গোপের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সুনামগঞ্জের আমলগ্রহণকারী বিচারিক হাকিম মোহাম্মদ আব্দুর রহিম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড প্রার্থনা করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) পরিদর্শক লিটন দেওয়ান।
রিমান্ড শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেক আসামির আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিন আসামির দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের সুনামগঞ্জ আদালত পরিদর্শক মো. বদরুল আলম তালুকদার।
রিমান্ড মঞ্জুর হওয়ার পর তিন আসামিকে সিআইডি তাদের হেফাজতে নিয়েছে বলে জানান তিনি।
মৃত জোৎস্না জগন্নাথপুর থানার নারকেলতলা গ্রামের সৌদি প্রবাসী ছরকু মিয়ার স্ত্রী। তিনি ২০১৩ সাল থেকে পৌর শহরের নিজের বাসায় দুই ছেলে, এক মেয়ে, বৃদ্ধা মা ও ভাই-বোনদের নিয়ে বসবাস করে আসছিলেন। তার স্বামী সৌদি আরব প্রবাসী।
সিআইডি জানায়, গত ১৬ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌর পয়েন্টের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের অভি মেডিকেল হল নামের একটি ওষুধের দোকান থেকে শাহনাজ পারভীন জোৎস্নার ছয় টুকরা লাশ উদ্ধার করে পুলিশ।
ওষুধ কেনার সুবাদে অভি মেডিকেল হলের মালিক জিতেশের সঙ্গে শাহনাজ পারভীন জোৎস্নার সুসম্পর্ক গড়ে ওঠে। জোৎস্না কিছুদিন ধরে শারীরিক গোপন সমস্যায় ভুগছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি জিতেশ জোৎস্নার মায়ের প্রেশার মাপার জন্য তাদের বাড়িতে যায়। তখন জোৎস্না তার গোপন সমস্যার কথা জিতেশকে জানালে সে তাকে ফার্মেসিতে যেতে বলে। ওইদিন বিকেলে জোৎস্না জিতেশের দোকানে গেলে দোকানে কাস্টমার রয়েছে বলে তাকে অপেক্ষা করতে বলে সময়ক্ষেপণ করতে থাকে। এদিকে রাত গভীর হলে জোৎস্নার বাসায় যাওয়ার অস্থিরতা বেড়ে যায়। তখন ওই ফার্মেসির মধ্যে জোৎস্নাকে একটি ঘুমের ওষুধ খেতে দেয় জিতেশ। এতে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। তখন জিতেশ তার দুই সহযোগী অনজিৎ চন্দ্র গোপ ও অসীত গোপকে নিয়ে ধর্ষণের পরিকল্পনা করে। এরপর রাত গভীর হলে আশপাশের দোকান বন্ধ হয়ে যায়। তখন জিতেশ ও তার দুই সহযোগী এনার্জি ড্রিংকস পান করে জোৎস্নাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
আরও পড়ুন: সুনামগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রীর খন্ডিত লাশ উদ্ধার
সিআইডি কর্মকর্তা জানান, ধর্ষণের বিষয়টি জোৎস্না তার পরিবারকে জানাবে বলে জানান। তখন জিতেশ ও তার সহযোগীরা জোৎস্নার গলায় ওড়না পেঁচিয়ে মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
পরে ওই ফার্মেসিতে থাকা ফল কাটার ছুরি দিয়ে জোৎস্না দুই হাত, দুই পা ও বুক-পেটসহ ছয় টুকরা করে। এরপর দোকানে থাকা ওষুধের কার্টন দিয়ে খন্ডিত অংশগুলো ঢেকে রেখে তারা ফার্মেসি তালা দিয়ে পালিয়ে যায়। পরে ওই লাশের খণ্ডিত অংশ পাশের একটি মাছের খামারে ফেলে দেয়ার পরিকল্পনা করে। কিন্তু ভোর হয়ে যাওয়ায় ও লোকজন চলে আসায় তারা সেই কাজটি করতে পারেনি।
এ ঘটনায় নিহতের ভাই হেলাল উদ্দিন বাদী হয়ে ১৭ ফেব্রুয়ারি জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা করেন।
সিআইডির এলআইসি শাখার একাধিক দল আসামিদের গ্রেপ্তারে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। গত শুক্রবার রাজধানীর ভাটারা থানার নুরেরচালা এলাকায় অভিযান চালিয়ে জিতেশকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর থানার পৌর এলাকায় অভিযান চালিয়ে অনজিৎ ও অসীত গোপকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সুনামগঞ্জের স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
২ বছর আগে
প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাগেরহাটের মোল্লাহাটে এক প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে মারধর ও নির্যাতনের ঘটনায় হওয়া মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কাওসার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার সিংগাতি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদি হয়ে মোল্লাহাট থানায় একটি মামলা করেন। মামলার অপর আসামিদের ধরতে অভিযান চলছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার কাওসার চৌধুরী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, নির্যাতনের শিকার ওই নারী বাদি হয়ে ইউপি সদস্য কাওসার চৌধুরীসহ ৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। ওই মামলার অজ্ঞাত পরিচয়ের আরও চার থেকে পাঁচজনক আসামি করা হয়েছে। গ্রেপ্তারের পর কাওসার চৌধুরীকে থানায় রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পুলিশি তদন্তে অন্য কারো অপরাধ পেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: জুতার মালা পরিয়ে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ভিডিও ভাইরাল!
জানা গেছে, গ্রেপ্তার হওয়ার আগে শুক্রবার দুপুরে ইউপি সদস্য কাওসার চৌধুরী বিষয়টি মিমাংসা করার জন্য এলাকায় এক বৈঠকের আয়োজন করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কাওসার চৌধুরী ওই গৃহবধূর হাত ধরে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। বৈঠকে ক্ষমা চাওয়ার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, মোল্লাহাট উপজেলায় অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ওই প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে নির্যাতন করা হয়। এরপর ওই নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। নির্যাতনের সময় তারা গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল এবং ৯৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ করেন ওই গৃহবধূ ।
এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে প্রশাসনের টনক নড়ে। উপজেলা এবং থানা পুলিশ তৎপর হয়। মামলার প্রধান আসামি ইউপি সদস্য কাওসার চৌধুরীকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়।
আরও পড়ুন: বাগেরহাটে দম্পতির আত্নহত্যা!
আপত্তিকর ভিডিও করে ব্ল্যাকমেইল, প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
২ বছর আগে
বরগুনায় প্রবাসীর স্ত্রীকে মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টা
বরগুনার আমতলীতে সৌদি প্রবাসীর স্ত্রীকে মেরে গুরুতর আহত করে মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফুপুদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের শাহিন চৌকিদার দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। স্বামী সৌদি আরব যাওয়ার পর থেকেই স্ত্রী সুমি বেগম (২২) বাবা খবির উদ্দিন হাওলাদারের বাড়িতেই থাকেন। কিছুদিন আগে সুমির ফুপু বিলকিস বেগম সুমি সম্পর্কে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে স্বামী শাহিনকে ফোনের মাধ্যমে জানায়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রীকে হত্যা, গণপিটুনিতে যুবক নিহত
সোমবার সকালে সুমির দাদা লাল মিয়া, ফুপু বিলকিছ বেগম, শেফালী বেগম, নাসিমা বেগম, কহিনুর বেগম ও ফুপা ফারুক মিয়া সুমিদের বাড়িতে গিয়ে তাকে বেধরক মারধোর করে। এক পর্যায়ে সুমি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ফুপুরা মিলে তার মুখে বিষ ঢেলে দিয়ে ঘরে থাকা ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়। খবর পেয়ে গ্রাম পুলিশ কামাল মিয়া আহত সুমি ও তার মা লাইলি বেগমকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেশীরা জানায়, সুমির ফুপুরা তার বাড়িতে গিয়ে তাকে মেরে আহত করে মুখে বিষ ঢেলে দিয়েছে।
সুমির মা আহত লাইলি বেগম বলেন, আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে সংসার ভাঙার জন্য জামাইয়ের কাছে সুমির ফুপু ফোন দেয়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমির ফুপুরা মিলে আমাকে ও আমার মেয়েকে বেধরক কিলঘুষি মেরে আহত করে আমার মেয়ের মুখে বিষ ঢেলে দেয়।
আরও পড়ুন: সমাজে উঠতে ২০ হাজার টাকা জরিমানা দিল প্রবাসীর স্ত্রী, মাতব্বরদের লঙ্কাকাণ্ড
এ বিষয়ে জানতে অভিযুক্ত ফুপু বিলকিছ বেগমকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, এবিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৩ বছর আগে
সমাজে উঠতে ২০ হাজার টাকা জরিমানা দিল প্রবাসীর স্ত্রী, মাতব্বরদের লঙ্কাকাণ্ড
ঝিনাইদহ সদর উপজেলায় ছয় মাস একঘরে থেকে মাতব্বরদের ২০ হাজার টাকা জরিমানা দিয়ে সমাজে উঠতে হলো এক প্রবাসীর স্ত্রীকে।
এ ঘটনায় গ্রাম্য মাতব্বরদের মাঝে হামলা-পাল্টা হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
উপজেলার ডেফলবাড়িয়া গ্রামের গাছাপাড়ায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, এক বছর আগে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী নবাই মন্ডলের স্ত্রী দিপালী বেগম স্বামীকে রেখে একই উপজেলার কুলবাড়িয়া গ্রামের বাবলুকে বিয়ে করে। সেখানে আড়াই মাস সংসার করার পর বাবলু তাকে তালাক দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর থেকে দিপালী বেগম বাবার বাড়িতে ছিল। ছয় মাস আগে নবাই মন্ডল তার স্ত্রীর সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধান করে আবারও বিয়ে করে বাড়িতে আসতে বলে। দিপালী বেগম বাড়িতে এলে ওই গ্রামের ইউপি সদস্য কলিম উদ্দিন, গ্রাম্য মাতব্বর আলম হোসেন, কাশেম মন্ডল, মুকাদ্দেস মন্ডল, ইসাহাক মন্ডল তাকে একঘরে রাখার নির্দেশ দেয়। সেই সাথে কেউ তার বাড়িতে গেলে ৫০০ টাকা জরিমানা করা হবে বলে আইন জারি করে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, ‘প্রেমিক’ আটক
সন্তানদের নিয়ে একঘরে অবস্থায় চলছিল দিপালীর দিন। গত বুধবার সকালে ইসাহাক মন্ডল দিপালীর বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসা করার জন্য মাতব্বরদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার পরামর্শ দেয়। এ সময় কাশেম মন্ডল, আলম হোসেনের লোকজন ইসাহাককে লাঞ্ছিত করে।
৩ বছর আগে
ধর্ষণ চেষ্টার মামলা করায় প্রবাসীর স্ত্রীকে ছাত্রলীগ নেতার মারধরের অভিযোগ
ধর্ষণের চেষ্টার মামলা করায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. রনি প্রবাসীর স্ত্রীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।
৩ বছর আগে
ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীর চোখ উপড়ানো লাশ উদ্ধার
কোটচাঁদপুর উপজেলার দুর্গাকুণ্ডু গ্রামের একটি বাগান থেকে শুক্রবার সকালে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে
যশোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
জেলার বাঘারপাড়ায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
৪ বছর আগে