ফটিকছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ও বিকালে জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট-কাজিরহাট সড়কে এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন-আবুল কাসেম (৭৫) এবং সিএনজি চালক মোহাম্মদ সোহাগ (১৯)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, দুপুরে নাজিরহাট-কাজিরহাট সড়কের সুয়াবিল টেকের দোকান সংলগ্ন ঈদগাহ এলাকায় সিমেন্ট ভর্তি ট্রাকের চাপায় আবুল কাসেম মারা যান। আর বিকালে দাঁতমারা ঢালার মুখ নামক স্থানে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক সোহাগের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুপুরে বৃদ্ধ আবুল কাশেম বিলের মধ্যে গরু চড়াতে দিয়ে রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির সিমেন্ট বোঝাই ট্রাকটি আবুল কাশেমকে চাপা দিয়ে সড়কের খাদে পড়ে উল্টে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর কর্মকর্তা নিহত
স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, নিহ আবুল কাসেম উক্ত এলাকার ইউছুপ আলী চৌধুরী বাড়ির বাসিন্দা।
এদিকে সকাল ১১টার দিকে দাঁতমারা ঢালার মুখ নামক স্থানে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।
এতে একটি সিএনজির চালক মোহাম্মদ সোহাগ (১৯) ঘটনাস্থলেই মারা যান। এসময় সিএনজির যাত্রী দুই কলেজছাত্রী আহত হয়েছেন।
নিহত চালক সোহাগ হেঁয়াকো চৌধুরী পাড়ার আবদুস সালামের পুত্র।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী জানান, হেঁয়াকো থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা দাঁতমারা বাজারের দিকে যাচ্ছিল উল্টোদিকে থেকে আসা আরেকটি খালি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক সোহাগের মৃত্যু হয়। এঘটনায় আরও দুই কলেজ ছাত্রী আহত হয়েছে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত ২০, দুমড়ে মুচড়ে গেছে তিনটি সিএনজি অটোরিকশা