ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জন করোনায় এবং বাকিরা উপসর্গে মারা গেছেন ।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জানান, মৃত ২১ জনের মধ্যে পাঁচ জন ফরিদপুরের। এদের চারজন করোনা আক্রান্ত ছিলেন। অন্যরা উপসর্গ নিয়ে ভর্তি হন।
আরও পড়ুন: খুলনার ২ হাসপাতালে করোনায় আরও ১১ মৃত্যু
ফরিদপুরর সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৯৬০ জনের নমুনা পরীক্ষার করে ৩০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বর্তমানে ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে ৪০৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৪ জন।
আরও পড়ুন: রামেক হাসপাতালে করোনায় আরও ১৬ মৃত্যু
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬৬৭ জনে। সরকারি হিসাবে জেলায় এখণ পর্যন্ত ৩০৯ জনের মত্যু হয়েছে।