ফরিদপুরে দুর্নীতি মামলায় একজন উপ-খাদ্য পরিদর্শককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার বেলা আড়াইটায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের নিকট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ছানোয়ার হোসেন (৪১) ঢাকার ধামরাইয়ের নওগাঁও বাজারের মো. আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বোয়ালমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক ছিলেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুদুকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক রেজাউল করিম জানান, ২০২২ সালের অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে চরভদ্রাসনের বিএসডাঙ্গী খাদ্য গুদাম থেকে বিপুল পরিমাণ ধান, চাল ও গম আত্মসাৎ করেন ছানোয়ার। আত্মসাৎকৃত মালামালের মধ্যে এক হাজার ২৮৯ বস্তায় ৭৩ হাজার ৭৬৩ মেট্রিক টন চাল ৬৭ বস্তার তিন হাজার ৩৭৪ মেট্রিকটন গম, ৪০০ বস্তায় ১৯ হাজার ৯৫০ মেট্রিকটন ধান এবং আট হাজার ৮৪১টি খালি বস্তা রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন বিধিমালা (সংশোধিত), ২০১৯ এর বিধি ১০ (৫) মোতাবেক দণ্ডবিধি ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদি হয়ে ছানোয়ার হোসেনের বিরুদ্ধে একটি মামলা করেন।
দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন এ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে কাজ করছেন। দ্রুতই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানা গেছে।
এ অবস্থায় দুদুকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক রেজাউল করিমের নেতৃত্বে দুদকের একটি দল ছানোয়ার হোসেনকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়।