বিএনপি-জামায়াতের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধে ফরিদপুর শহরে একটি বাসে আগ্নিসংযোগ ও বোয়ালমারীতে একটি লোকাল বাসে পাথর ও ইট পাটকেল ছুড়ার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: নাটোরে পণ্যবাহী নছিমন আগুন দিয়েছে দুর্বৃত্তরা
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, রবিবার দিবাগত রাত ৩টার দিকে অজ্ঞাতনামা ৩/৪ জন দুষ্কৃতিকারী শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা জনৈক মনিরুল ইসলাম ফরহাদের মালিকানাধীন একটি বাসের (যার নম্বর ফরিদপুর- ব ১১ ০০২৪ ) পেছনের জানালা ভেঙে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
এ খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ড বাসের ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
এ ছাড়াও রবিবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ব্যাসপুরগামী গ্লোবাল আব্দুল্লাহ্ শাহ্ লোকাল নামে বাসটি পৌঁছালে দুর্বৃত্তরা পাথর ছুড়ে পালিয়ে যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় বাসের সামনের গ্লাস, লুকিং গ্লাস, ড্রাইভারের জানালার গ্লাস ভেঙে যায়। বাসের চালক গফফার সিকদার দ্রুত বাস চালিয়ে সহস্রাইল বাজারে গিয়ে স্থানীয়দের ঘটনাটি জানান।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা