ফরিদপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে ট্যাংকের ভেতরে আটকে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে শহরের চর কমলাপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছয় তলা নির্মাণাধীন ভবনে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: রংপুরে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
নিহতরা হলেন- রাজমিস্ত্রির সহকারী সায়েম মল্লিক ও সাব-ঠিকাদার আকরাম হোসেন বাবু। সায়েম ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর গ্রামের বাসিন্দা। আর বাবু শহরের রঘুনন্দনপুর এলাকার ছাত্তার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার কাজে আসেন রাজমিস্ত্রির সহকারী সায়েম ও আরও কয়েকজন। সেপটিক ট্যাংকের ভেতরে প্রথমে প্রবেশ করেন সায়েম। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই চিৎকার দিলে এগিয়ে যান সাব-ঠিকাদার আকরাম হোসেন বাবু। সায়েমকে ওপরে উঠাতে গেলে তিনিও পরে যান ট্যাংকের ভেতর। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সায়েম ও আকরাম হোসেনের লাশ উদ্ধার করে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এ প্রসঙ্গে বলেন, নির্মাণাধীন ভবনের কাজ দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় কাজ শুরু করে শ্রমিকরা। সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই মারা যান দুইজন।
তিনি আরও বলেন, এ ছাড়া লাশের সুরতহাল তৈরি করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ফেনীতে সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে দুই শ্রমিকের মৃত্যু
চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের